ইউরোতে বল এল গাড়িতে

author-image
Harmeet
New Update
ইউরোতে বল এল গাড়িতে

​নিজস্ব সংবাদদাতাঃ মাঠের একেবার মাঝখানে রেফারি। দুই দলের ফুটবলাররা অপেক্ষা করছে ম্যাচ শুরুর। কিন্তু ফুটবল কই? হঠাৎ করে হাঁটুর থেকেও ছোট উচ্চতার গাড়ি  মাথায় ইউরো সেমিফাইনালের বল নিয়ে ঢুকে পড়ল মাঠে। গোটা ওয়েম্বলি স্টেডিয়াম তখন হাঁ করে দেখছে গাড়ির কেরামতি। ইমমোবিলে, বুসখেটসদের টপকে গাড়ি পোঁছালো রেফারির একেবারে পায়ের কাছে। রেফারি বল নিতেই, গাড়ি দিল ইউটার্ন। ছাড়ল মাঠ। সেমিফাইনালের শুরুর বাঁশি বাজার আগে এটাই ছিল চলতি ইউরোর প্রথম সেমিফাইনালের সবচেয়ে বড় চমক।



আরও খবরঃ 

https://anmnews.in/Home/GetNewsDetails?p=9437


For more details visit www.anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm