পুরুলিয়ায় তীব্র গরমে মৃত্যু গর্ভবতীর

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
পুরুলিয়ায় তীব্র গরমে মৃত্যু গর্ভবতীর

নিজস্ব সংবাদদাতাঃ  রাজ্যে তীব্র গরমে ফের প্রাণহানি। পুরুলিয়ায় মৃত্যু হল এক গর্ভবতী মহিলার। এই ঘটনায় ফের উদ্বেগ বেড়েছে রাজ্যের দাবদাহ পরিস্থিতি নিয়ে। এনিয়ে চলতি গ্রীষ্মের মরশুমে রাজ্যে মৃতের সংখ্যা দাঁড়াল ৫। জানা গিয়েছে, বৃহস্পতিবার পুরুলিয়ার পুঞ্চার ন’পাড়া গ্রামের গৃহবধূ বছর বাইশের চৈতালি মাহাতো পুরুলিয়া শহরে এসেছিলেন চিকিৎসার জন্য। কিন্তু তার আগেই সানস্ট্রোকে মৃত্যু হল তাঁর। এদিন মৃতের স্বামী মনোজ মাহাতো জানান, বৃহস্পতিবার দুপুরে একটি চিকিৎসা কেন্দ্রে স্ত্রীর চিকিৎসা করাতে এসে রোদে কিছুটা ঘুরতে হয়েছিল তাঁদের। এরপর খাওয়ার জন্য একটি হোটেলে যান তাঁরা। রোদে ঘুরে শরীর খারাপ লাগছিল চৈতালির। হোটেলে ঢুকেই হঠাৎ লুটিয়ে পড়েন তিনি। এরপর দেবেন মাহাতো সদর হাসপাতালে চৈতালিকে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক ধারণা, চৈতালিদেবী সানস্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন, তাতেই প্রাণ হারান।