পুরুলিয়ার সিমনিতে চিতাবাঘের আতঙ্ক

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
পুরুলিয়ার সিমনিতে চিতাবাঘের আতঙ্ক

নিজস্ব সংবাদদাতাঃ ফের পুরুলিয়ার সিমনিতে চিতাবাঘের আতঙ্ক। এবার পুরুলিয়ার কোটশিলা বনাঞ্চলের ঝাড়খণ্ড লাগোয়া সিমনি বিটের জঙ্গলে বনদপ্তরের ক্যামেরায় ধরা পড়েছে তার উপস্থিতি। ক্যামেরায় ধরা পড়া ছবি অনুযায়ী, রাতের অন্ধকারে মৃত গবাদি পশুর পাশে মুখ লুকিয়ে রয়েছে চিতাবাঘ। দেখে মনে হচ্ছে, লুকিয়ে নিজের শিকার দিয়ে উদরপূর্তি করছে সে। তবে এই চিতাবাঘটি দু’ মাস আগে ক্যামেরায় ধরা পড়া সেই দক্ষিণরায় কিনা সে বিষয়ে নিশ্চিত হতে পারছে না পুরুলিয়া বনবিভাগ। বরং পুরুলিয়া বনবিভাগের অনুমান, এই চিতাবাঘটি আলাদা হতে পারে। বনবিভাগের আগেই আশঙ্কা ছিল, সিমনি বিটের এই জঙ্গলে জোড়া চিতাবাঘ রয়েছে। এবার সে বিষয়ে প্রায় নিশ্চিত হতে চলেছে পুরুলিয়া বনবিভাগ। পুরুলিয়া বিভাগের ডিএফও দেবাশিস শর্মা বলেন, “আরও একবার ট্র্যাপ ক্যামেরায় যে চিতাবাঘের ছবি পাওয়া গিয়েছে তা প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে আগের পুরুষ চিতাবাঘ নয়। তবে এই বিষয়ে আমাদের আরও স্টাডি করতে হবে। আমরা হালকাভাবে দেখছি না। সিমনির জঙ্গলে জোড়া চিতাবাঘ থাকতেই পারে।” আতঙ্কে জঙ্গল লাগোয়া গ্রামের বাসিন্দারা। বন দফতর সূত্রে খবর, চিতাবাঘটির অবস্থান নিশ্চিত করতে জঙ্গলের বিভিন্ন প্রান্তে লাগানো হচ্ছে আরও ট্র্যাপ ক্যামেরা।​