এবার আট জাপানি কূটনীতিককে বহিষ্কার করল রাশিয়া

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
এবার আট জাপানি কূটনীতিককে বহিষ্কার করল রাশিয়া

নিজস্ব সংবাদদাতাঃ  রাশিয়া থেকে আট জন জাপানি কূটনীতিককে বহিষ্কারের সিদ্ধান্তের জন্য জাপান মস্কোর কাছে প্রতিবাদ জানিয়েছে, জাপানের প্রধান মন্ত্রিপরিষদ সচিব হিরোকাজু মাতসুনো বৃহস্পতিবার একথা জানিয়েছেন। মাতসুনো সাংবাদিকদের বলেন,  "আমরা রাশিয়ার এই নোটিশ জারি করা একেবারেই মেনে নিতে পারি না এবং দ্বিপক্ষীয় সম্পর্কের ভাঙ্গনের জন্য মস্কোকে দোষারোপ করেন।"  মস্কো বুধবার জাপানি কূটনীতিকদের প্রতিশোধমূলক বহিষ্কারের ঘোষণা দিয়েছে, যাদের ১০ মে'র মধ্যে দেশ ছেড়ে চলে যেতে হবে, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কারণে গত এপ্রিলে টোকিও আট জন রুশ কূটনীতিক ও কর্মকর্তাকে বহিষ্কার করার পর এই পদক্ষেপ নেওয়া হয়। মস্কোতে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত তোয়োহিসা কোজুকি বহিষ্কৃতদের মধ্যে নেই বলে বৃহস্পতিবার জানিয়েছেন মাতসুনো।