মুখ্যমন্ত্রীর নির্দেশে কুলটিতে পানীয় জল এবং গুড়-বাতাসা বিতরণ

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
মুখ্যমন্ত্রীর নির্দেশে কুলটিতে পানীয় জল এবং গুড়-বাতাসা বিতরণ

​নিজস্ব সংবাদদাতাঃ মুখ্যমন্ত্রীর নির্দেশে কুলটিতে ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা তৃণমূলের ছাত্র সংগঠনের উদ্যোগে। রাজ্যের বিভিন্ন জেলার সাথে সাথে পশ্চিম বর্ধমান জেলাতে তীব্র তাপপ্রবাহ মাত্রা ছাড়িয়েছে আসানসোলের কুলটিতে। গত এক সপ্তাহ থেকে কুলটি শহরে তাপমাত্রা রয়েছে ৪৪ ডিগ্রির আশেপাশে। যার ফলে নাজেহাল হয়ে পড়ছে নিত্য পথযাত্রীরা। রাজ্যে প্রচন্ড দাবদাহকে মাথায় রেখে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভা অন্তর্গত কুলটি স্টেশন মোড়ে তৃণমূলে ছাত্র পরিষদের উদ্যোগে ঠান্ডা পানীয় জল সঙ্গে ORS এবং গুড়-বাতাসার ব্যবস্থা করা হলো সধারন নিত্য পথযাত্রীদের জন্য। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এলাকার তৃণমূল কাউন্সিলর সলিম আক্তার, ছাত্র নেতা সাইফ খান সহ অনেকে।