নিজস্ব সংবাদদাতাঃ তিনি প্রয়াত হয়েছে গতবছর। অথচ তিনিই প্রচন্ডভাবে ছিলেন ইউরোর প্রথম সেমিফাইনালে। শুধু প্রথম সেমিফাইনাল কেন, ইতালির সবকটি ম্যাচেই ছিলেন মারাদোনা। অবাক হচ্ছেন? হ্যাঁ তিনি ছিলেন। কিভাবে? তার পেছনে রয়েছে এক ফ্যানবয়ের গল্প। আর সেই ফ্যানবয় আর কেউ নন, ইতালি আপফ্রন্টের অন্যতম ভরসা ইনসিনিয়ে।মারাদোনার একসময়ের ক্লাব নাপোলিতেই খেলেন বর্তমান ইতালির আপফ্রন্টের অ্যতম ভরসা ইনসিনিয়ে। ছোটবেলা থেকেই মারাদোনার অন্ধভক্ত তিনি। ইনসিনিয়ের বাঁপায়ের উরু জুড়ে রয়েছে মারাদোনার ট্যাটু। মারোদানর মুখ রয়েছে সেই ট্যাটুতে। ফুটবলের রাজপুত্রকে শ্রদ্ধা জানাতেই এই ট্যাটু বানিয়েছেন ইনসিনিয়ে। মারাদোনা যেহেতু বাঁপায়ের জাদুকর ছিলেন। তাই ইনসিনিয়ের বাঁপায়েই রয়েছে মারাদোনার ট্যাটু। বাঁপায়ের উরুতে যেমন রয়েছে মারাদোনার মুখ। ঠিক তেমনি ডানপায়ের গোড়ালির ঠিক উপরে রয়েছে একটি উড়ন্ত প্রজাপতির ট্যাটু।
আরও খবরঃ
https://anmnews.in/Home/GetNewsDetails?p=9433For more details visit www.anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm