New Update
নিজস্ব সংবাদদাতাঃ কলকাতা বিশ্ববিদ্যালয়ের মুকুটে নতুন পালক। টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র্যাঙ্কিং ২০২২ অনুযায়ী সামগ্রিক বৃদ্ধি এবং উন্নয়নের নিরিখে কলকাতা বিশ্ববিদ্যালয় সমস্ত কেন্দ্রীয় এবং রাজ্য সহায়তা প্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ভারতে প্রথম স্থান অর্জন করেছে। সারা বিশ্বের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর তালিকায় কলকাতা বিশ্ববিদ্যালয় প্রথম তিনশোর মধ্যে রয়েছে। এছাড়াও, 'ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ' নামে একটি সাব-ক্যাটাগরিতে ১৪-তম স্থানে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। গত বছর ১৮-তম স্থানে ছিল এই শিক্ষা প্রতিষ্ঠানটি। এর আগে ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্কেও ভাল ফল করেছিল কলকাতা বিশ্ববিদ্যালয়। ২০২১ সালে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে চতুর্থ স্থান পেয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়। প্রথম স্থান পায় ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ সায়েন্স বেঙ্গালুরু। দ্বিতীয় স্থান পায় দিল্লির জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়। তৃতীয় স্থান পেয়েছিল উত্তরপ্রদেশের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাফল্যে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, অধ্যাপক, গবেষক ও শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন।
cm
west bengal
kolkata
mamata banerjee
tweet
student
education
Calcutta University
VC
congratulates
Times Higher Education Impact Ranking 2022
global rank 14th
economic and decent work
researchers