অজয় দেবগনকে বিজেপির মুখপাত্র বলে কটাক্ষ প্রাক্তন মুখ্যমন্ত্রীর

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
অজয় দেবগনকে বিজেপির মুখপাত্র বলে কটাক্ষ প্রাক্তন মুখ্যমন্ত্রীর

নিজস্ব সংবাদদাতাঃ হিন্দিকে জাতীয় ভাষা হিসেবে নিয়ে অজয় দেবগণ এবং কিচ্চা সুদীপের মধ্যে বিতর্ক এখন রাজনৈতিক মোড় নিয়েছে। এদিকে কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী অভিনেতা অজয় দেবগণকে তার "হাস্যকর আচরণের" জন্য তিরস্কার করেছেন। সেইসঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী অজয় দেবগনকে বিজেপির মুখপাত্র-এরও তকমা দিয়েছেন। কিচ্চা সুদীপকে সমর্থন করে এইচডি কুমারস্বামী টুইট করেছেন, "অজয় দেবগনের কথা শুনে স্পষ্ট মনে হচ্ছে যে তিনি বিজেপি-র মুখপাত্র।' উল্লেখ্য, বিতর্ক তখন শুরু হয় যখন কিচ্চা সুদীপ একটি সাক্ষাত্কারে বলেন, 'হিন্দি আর জাতীয় ভাষা নয়।' এরপরই অজয় দেবগণ টুইট করেন, 'হিন্দি আমাদের মাতৃভাষা ও জাতীয় ভাষা ছিল, আছে এবং থাকবে।'