'টাকা লুটকারী তৃণমূল নেতাদের গণআদালতে বিচার হবে' : মাওবাদী নামাঙ্কিত পোস্টারে চাঞ্চল্য

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
'টাকা লুটকারী তৃণমূল নেতাদের গণআদালতে বিচার হবে' : মাওবাদী নামাঙ্কিত পোস্টারে চাঞ্চল্য

​নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ বৃহস্পতিবার সকালে ঝাড়গ্রাম জেলার বিনপুর দুই নম্বর ব্লকের এড়গোদা গ্রাম পঞ্চায়েতের আশা কাঁথি এলাকায় মাওবাদী নামাঙ্কিত পোস্টার দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। যার ফলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সাদা কাগজে লাল কালি দিয়ে মাওবাদী নামাঙ্কিত পোস্টারে লেখা ছিল, 'গত আটই এপ্রিল বনধ বিরোধী প্রচার-এর জন্য বিকাশ মাহাত ও চরণ মান্ডির গন আদালতে বিচার হবে'। অন্য একটি পোস্টারে লেখা ছিল, 'এলাকার গরিব মানুষের টাকা লুটকারী তৃণমূল নেতাদের গণআদালতে বিচার হবে'। দুটি পোস্টারের শেষে লেখা ছিল সিপিআইএমএল মাওবাদী। রীতিমতো ওই পোস্টারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশ গিয়ে ওই পোস্টার গুলি উদ্ধার করে নিয়ে যায়। কারা কি কারণে ওই পোস্টার দিয়েছে তা খতিয়ে দেখার জন্য পুলিশ তদন্ত শুরু করেছে। তবে কয়েকদিন ধরে জঙ্গলমহলের বিভিন্ন এলাকায় মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধারের ঘটনায় জঙ্গলমহল জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। সেইসঙ্গে নজরদারি করারও নির্দেশ দেওয়া হয়েছে। যেভাবে প্রতিদিন মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার হচ্ছে তাতে জঙ্গলমহলের মানুষের মধ্যে উদ্বেগ ক্রমশ বাড়ছে । তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে এলাকার মানুষকে ভয় দেখাতে ও আতঙ্ক ছড়াতে ওই পোস্টারগুলি মাওবাদীদের নাম করে দেওয়া হচ্ছে। আসলে ওই পোস্টারগুলি ভুয়ো। তবে মাওবাদীদের নামে কারা ওই পোস্টার দিয়েছে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জেলার এক পুলিশ আধিকারিক জানান।