গতি বাড়াল রাশিয়া, পূর্ব ইউক্রেনে একাধিক গ্রাম দখল রুশ বাহিনীর

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
গতি বাড়াল রাশিয়া, পূর্ব ইউক্রেনে একাধিক গ্রাম দখল রুশ বাহিনীর


নিজস্ব সংবাদদাতাঃ পূর্ব ইউক্রেনে হামলার গতি বাড়াল রাশিয়া। ডনবাস অঞ্চলের একের পর এক গ্রাম দখল করছে রুশ বাহিনী। মস্কো জানিয়েছে, উত্তরপূর্ব ইউক্রেনের খারকিভ অঞ্চলের ভেলিকা কোমিশুভাকা এবং জাভোডি থেকে কিয়েভের সৈন্যবাহিনীকে উৎখাত করা হয়েছে। ডনেৎস্কের জারিচনে ও নোভোতোশকিভস্কে-ও এখন রাশিয়ার নিয়ন্ত্রণে।