বানচাল সোনা পাচারের ছক, নিউ জলপাইগুড়ি স্টেশনে রাজধানী এক্সপ্রেস থেকে ধৃত ২ মহিলা

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
বানচাল সোনা পাচারের ছক, নিউ জলপাইগুড়ি স্টেশনে রাজধানী এক্সপ্রেস থেকে ধৃত ২ মহিলা

নিজস্ব সংবাদদাতাঃ কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগের আধিকারিকদের বড়সড় সাফল্য। বানচাল সোনা পাচারের ছক। রাজধানী এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছানোর পরই দুই মহিলা সোনা পাচারকারীকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগ। তাদের কাছ থেকে ১ কোটি ৩১ লক্ষ টাকার সোনা বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃত দুই মহিলাকে বৃহস্পতিবারই শিলিগুড়ি আদালতে তোলা হবে। গোপন সূত্রে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগের আধিকারিকরা খবর পান, বুধবার রাতের রাজধানী এক্সপ্রেসে চড়ে যাতায়াত করছে ওই দুই সোনা পাচারকারী। খবর পাওয়ার পর পাচারকারীদের ধরপাকড়ের পরিকল্পনা করেন আধিকারিকরা। নিউ জলপাইগুড়ি স্টেশনে রাজধানী এক্সপ্রেসে দাঁড়ানোর পর ট্রেনেই চলে ব্যাপক তল্লাশি। এরপর আধিকারিকরা ওই ট্রেন থেকেই দু’জনকে পাকড়াও করে। আধিকারিকরা জানিয়েছেন, ধৃত দুই মহিলা লীলা গোস্বামী ও মৌসুমী অধিকারী। তাদের কাছ থেকে ২ কেজি ৬৬ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে। যার বাজারদর আনুমানিক ১ কোটি ৩১ লক্ষ টাকা।