নিজস্ব সংবাদদাতাঃ জাপানের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে এবার মুখ খুললেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি টুইট করেন, 'আজ যখন আমরা ভারত ও জাপানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৭০ বছর উদযাপন করছি, তখন আমি আনন্দিত যে কৌশলগত, অর্থনৈতিক বা জনগণের মধ্যে যোগাযোগ যাই হোক না কেন, প্রতিটি ক্ষেত্রেই আমাদের সম্পর্ক গভীর হয়েছে। আমার বন্ধু প্রধানমন্ত্রী কিশিদার সাম্প্রতিক ভারত সফর চলাকালীন দু'পক্ষের মধ্যে নীতিগত, কৌশলগত সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আগামী দিনে দুই দেশের ভালোর জন্য প্রধানমন্ত্রী কিশিদার সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার জন্য উন্মুখ।'