নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রামঃ প্রচন্ড গরমে ঝাড়গ্রাম ব্লকের আগুইবনি গ্রাম পঞ্চায়েতে বুধবার স্বাস্থ্য সাথীর ক্যাম্পে এসে অসুস্থ হলেন ভোলানাথ মাহাত নামে এক ব্যক্তি। তার বাড়ি স্থানীয় শিমলী এলাকায়। আগুইবনি উপস্বাস্থ্য কেন্দ্রে তাকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। ওই ঘটনার ফলে স্বাস্থ্য সাথী কার্ড করার জন্য ক্যাম্পে আসা মানুষেরা আতঙ্কিত হয়ে পড়েন। প্রচন্ড গরমের মধ্যেও ভোর থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন গ্রামবাসীরা স্বাস্থ্য সাথী কার্ড করার জন্য। যেভাবে গরমের দাপট তাতে অনেকেই অসুস্থ হয়ে পড়ছে। তাই প্রচণ্ড গরমের ফলে ওই ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন বলে জানা যায়। এই গরমের মধ্যে স্বাস্থ্য সাথী প্রকল্পের কার্ড তৈরি করাকে কেন্দ্র করে এলাকায় আলোচনা শুরু হয়েছে। প্রচন্ড গরমে ঝাড়গ্রাম ব্লকের আগুইবনি গ্রাম পঞ্চায়েতে স্বাস্থ্য সাথী প্রকল্পের কার্ড তৈরি করতে আসা মানুষদের জন্য পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে। তবে ওই ক্যাম্পে এসে অনেকেই গরমে অসুস্থ বোধ করছেন বলে জানা যায়।