নিজস্ব সংবাদদাতাঃ আসামের কামরূপ জেলার বন বিভাগের কর্মীরা বুধবার এক ব্যক্তিকে 'বহিরাগত' প্রজাতির বানর এবং ওয়ালাবি গ্রেফতার করে। কর্মকর্তারা জানিয়েছেন, রাহুল বাফনা নামে একজনকে গ্রেফতার করা হয়েছে এবং অপরজন ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছে। উত্তর কামরূপ বন বিভাগের ডিভিশনাল ফরেস্ট অফিসার (ডিএফও) সানি চৌধুরী জানান, "তারা উদ্ধার হওয়া ছয়টি প্রাণীকে হায়দ্রাবাদে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল।