তাপপ্রবাহে পুড়ছে গোটা দেশ, বৃষ্টির জন্য অপেক্ষা করতে হবে আর কতদিন?

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
তাপপ্রবাহে পুড়ছে গোটা দেশ, বৃষ্টির জন্য অপেক্ষা করতে হবে আর কতদিন?

নিজস্ব সংবাদদাতাঃ এত সহজে মিলবে না স্বস্তি, আরও কয়েকদিন দাবদাহেই পুড়তে হবে দেশবাসীকে। অন্তত আবহাওয়া দফতরের পূর্বাভাস এমনটাই জানাচ্ছে। আগামী পাঁচদিন বৃ্ষ্টি তো দূরের কথা, বরং তাপপ্রবাহ বইবে দেশের একটি বড় অংশের উপর দিয়ে। পূর্ব, মধ্য ও উত্তর-পূর্ব ভারতেই সবথেকে বেশি তাপপ্রবাহ অনুভূত হবে। রাজধানী দিল্লির জন্য জারি করা হয়েছে হলুদ সতকর্তা। দেশের একাধিক জায়গায় ধূলিঝড়ের সম্ভাবনাও রয়েছে বলে জানানো হয়েছে। আবহাওয়া দফতরের বিজ্ঞানী আরকে জেনামানি জানান, আগামী ২৯ এপ্রিল অবধি গরম কমার কোনও সম্ভাবনা নেই। এই সময়ে উত্তর ভারতে ধূলিঝড় হওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে মে মাসের শুরু থেকেই পারদ কিছুটা নামবে, নিম্নচাপের জেরে একাধিক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। মূলত ধূলিঝড়ের কারণে তাপমাত্রার পারদে পতন হবে বলে জানান। মে মাস থেকে ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গের গাঙ্গেয় অঞ্চল, ওড়িশার মধ্যবর্ত্তী অঞ্চল ও গুজরাটের উত্তর অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।