খেরসন শহর দখল করল রাশিয়া, উড়ল রুশ পতাকা

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
খেরসন শহর দখল করল রাশিয়া, উড়ল রুশ পতাকা

নিজস্ব সংবাদদাতাঃ ৬৪ দিন পার হয়ে গিয়েছে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের। দফায় দফায় আলোচনার পর কিছুটা পিছু হটেছিল রুশ সেনা। কিন্তু বিগত কয়েক সপ্তাহে ফের একবার পুরনো রূপ ধরেছে রাশিয়ার বাহিনী। একে একে দখল করছে ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহরগুলো। গত সপ্তাহেই মারিউপোলকে স্বাধীন বলে ঘোষণা করেছিল রুশ সেনা। এবার দখল করে নেওয়া হল খেরসন। সেখানের সিটি কাউন্সিল থেকে ইউক্রেনের পতাকা সরিয়ে ফেলে রুশ পতাকা লাগানো হয়েছে। বুধবার শহরের বাসিন্দারা মিছিল বের করলে, তাদের উপরে কাঁদানে গ্যাস ও স্টান গ্রেনেড ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ। গোটা ইউক্রেনের দক্ষিণ অঞ্চল দখল করে নেওয়ার চেষ্টা করছে রাশিয়ার বাহিনী। ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল জানান, খেরসন দখল করে নিয়েছে রুশ সেনা। তারা খেরসন সিটি কাউন্সিল থেকে ইউক্রেনের পতাকা সরিয়ে ফেলা হয়েছে। নতুন মেয়রও নিয়োগ করা হয়েছে। খেরসনের মিলিটারি বাহিনীর তরফেও জানানো হয়েছে, শুধুমাত্র খেরসন অঞ্চলের জন্য় রাশিয়ার মিলিটারি বাহিনী একজন নতুন প্রধানকে নিয়োগ করেছে।