নিজস্ব সংবাদদাতাঃ হলিউড সিনেমার ভক্তদের জন্য সুখবর। হলিউডে আসছে নয়া অ্যানিমেশন সিনেমা। সিনেমার নাম, "দ্যা বব'স বার্গারস মুভি'। এক ব্যবসায়ীর জীবন যুদ্ধের কাহিনী তুলে ধরা হয়েছে এই অ্যানিমেশন সিনেমায়।
সিনেমাটির পরিচালনা করেছেন লরেন বাউচার্ড, বার্নার্ড ডেরিম্যান। সিনেমাটি আগামী মাসের ২৭ তারিখে মুক্তি পাবে।