নিজস্ব সংবাদদাতাঃ তীব্র তাপদাহে পুড়ছে গোটা বাংলা। এহেন অবস্থায় মঙ্গলবারই রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ইঙ্গিত দিয়েছিলেন যে প্রয়োজন পড়লে গরমের ছুটি আগিয়ে আনা হবে। এবার তাতেই শিলমোহর দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্ন থেকে তিনি বলেন, আগামী ২ মে থেকে স্কুল, কলেজে গরমের ছুটি দেওয়া হচ্ছে। ২ মে থেকে বেসরকারি স্কুলগুলিতেও গরমের ছুটি দেওয়া হচ্ছে। এদিকে ১৫ থেকে ২০ জুনের মধ্যে কবে স্কুল খোলা যায় তা দেখতে সচিবকে নির্দেশ দেন মমতা।