ইংরেজি পরীক্ষায় 'আনসিন প্যাসেজ' এর জন্য টিপস

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
ইংরেজি পরীক্ষায় 'আনসিন প্যাসেজ' এর জন্য টিপস

নিজস্ব সংবাদদাতাঃ ইংরেজি পরীক্ষায় 'আনসিন প্যাসেজ' নিয়ে অনেকেই সমস্যায় পড়েন। তাই আসুন জেনে নিই কিছু সাধারণ টিপস। যেমন- ১> প্রথমেই প্যাসেজের প্রশ্নগুলো ভালো করে পড়ে নিতে হবে। ২> প্রশ্নগুলো পড়তে হবে আগে, কেননা যাতে বোঝা যায় যে কি সম্পর্কিত সেই উদ্দিষ্ট প্যাসেজটি।



 এরপরে প্যাসেজটি ভালো করে পড়তে হবে ৩> প্যাসেজটি পড়ার পরে প্রশ্ন গুলো পুনরায় পড়তে হবে। ৪> পড়ার পরে গুরুত্বপূর্ণ তথ্যগুলি মাথায় রাখতে হবে। ৫> সব শেষে সঠিক জায়গায় সঠিক উত্তর বসাতে হবে। এইভাবে প্র্যাকটিস করলে আনসিন প্যাসেজে ভালো নম্বর পাওয়া যাবে।