নিজস্ব সংবাদদাতাঃ কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে সহকারী কমান্ড্যান্টদের নিয়োগের জন্য UPSC CAPF এবং AC পরীক্ষা সংগঠিত হয়। বছরে একবার এই পরীক্ষাগুলি হয়ে থাকে জুন-জুলাই মাসে। জেনে নেওয়া যাক এই পরীক্ষাগুলি সংক্রান্ত কিছু তথ্য। এই পরীক্ষাটি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন দ্বারা পরিচালিত হয়। কেন্দ্রীয় স্তরের পরীক্ষা এটি।
মূলত বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি এবং এসএসবি সহ গ্রুপ এ (সহকারী কমান্ড্যান্ট) প্রভৃতি পদে নিয়োগের জন্য এই পরীক্ষাটি হয়ে থাকে। এটিতে ২টি করে প্রশ্ন পত্র থাকে। প্রথম পত্রটি মোট ১০০ নম্বরের এবং দ্বিতীয় পত্রটি মোট ২০০ নম্বরের। প্রথম পত্রটিতে MCQ টাইপ প্রশ্ন এবং দ্বিতীয় পত্রটিতে বর্ণনামূলক প্রশ্ন থাকে। প্রথম পত্রের জন্য ২ ঘণ্টা এবং দ্বিতীয় পত্রের জন্য ৩ ঘণ্টা সময় নির্ধারণ করা হয়েছে। এই পরীক্ষার জন্য প্রার্থীদের ন্যূনতম ব্যাচেলার ডিগ্রী থাকতে হবে।