নিজস্ব সংবাদদাতাঃ আমেরিকার সঙ্গে শত্রুতা বাড়াতে চাইছেন না পাকিস্তানের নবনিযুক্ত প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। সদ্য ইমরান খানকে অনাস্থা প্রস্তাবে হারিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন শেহবাজ শরিফ। প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েই এবার আমেরিকার সঙ্গে বন্ধুত্ব বৃদ্ধিতে আগ্রহ প্রকাশ করেছেন তিনি । আমেরিকার সঙ্গে শত্রুতা বৃদ্ধি পাকিস্তানের পক্ষে খারাপ হবে বলেই মনে করছেন তিনি। তিনি বলেন, "আমেরিকার সঙ্গে শত্রুতা সহ্য করতে পারবে না পাকিস্তান"।