নিজস্ব সংবাদদাতাঃ রেলশহর খড়্গপুরের ব্যস্ততম ইন্দা এলাকায় দুষ্কৃতীদের দাপট দেখল শহরবাসী! বন্ধু'র জন্মদিনের পার্টিতে যোগ দিতে যাচ্ছিলেন ইন্দার বাসিন্দা, দ্বাদশ শ্রেণীর ছাত্রী। হঠাৎ-ই সেই পুরানো স্টাইলে বাইকে (স্কুটারে) চেপে দুষ্কৃতীদের আগমন। ছাত্রীর হাত থেকে মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতেই, বাধা দিতে যায় ছাত্রী। কিন্তু, ওইটুকু মেয়ে কি আর পেরে ওঠে দুষ্কৃতীদের সঙ্গে। তাঁকে রীতিমতো টেনে তুলে নিয়ে গেল স্কুটির পেছনে বসে থাকা দুষ্কৃতী! ওইভাবে প্রায় ৫০ মিটার পর্যন্ত নিয়ে গিয়ে, মোবাইল ছিনিয়ে, কার্যত ব্যস্ততম মেদিনীপুর-খড়্গপুর ওটি রোডে ছুঁড়ে ফেলে দিয়ে চলে যায় দুই ছিনতাইবাজ। ঘটনা ঘিরে শহরজুড়ে দেখা দিয়েছে চাঞ্চল্য! টাউন থানার পুলিশ তদন্ত শুরু করেছে।
উল্লেখ্য যে, এই টাউন থানার অন্তর্গত এই ইন্দা এলাকাতেই কয়েকমাস আগে সেই ভয়াবহ ঘটনা ঘটেছিল! এক মহিলার ব্যাগ ছিনতাই করে মেদিনীপুরের দিকে পালাতে গিয়ে, সতকুই এলাকায় মৃত্যু হয়েছিল তিন যুবকের। সেবারও ছিল স্কুটি। তবে, স্কুটিতে ছিল তিনজন। মঙ্গলবার সন্ধ্যায় নীল-সাদা স্কুটিতে চেপে আসে দুই যুবক। সেই একই স্টাইলে ছাত্রীর হাত থেকে মোবাইল ছিনতাই করার চেষ্টা করে। তবে, বাধা দিতে যাওয়াই কাল হল ওই সাহসিনী ছাত্রীর! জুটলো হাড়হিম করা আতঙ্কের অভিজ্ঞতা। মোবাইল ছিনতাই হওয়ার সাথে সাথে, গুরুতর আহত হতে হল ওই ছাত্রীকে। তাঁর পরিবারের তরফে টাউন থানায় লিখিত অভিযোগ করা হবে বলে জানা গিয়েছে। তবে, ছাত্রীটি এখনও আতঙ্কের মধ্যে আছেন! ঘটনার সঠিক তদন্তের দাবি করে, ছিনতাইবাজদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন শহরবাসী।