নিজস্ব সংবাদদাতাঃ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা শহরের গাছশীতলা মোড় এলাকায় ঘাটাল-চন্দ্রকোনা রাজ্যসড়কের উপর আচমকাই মাথা ঘুরিয়ে পড়ে যায় মধ্য বয়স্কা এক মহিলা পথচারী। তার ঠিক সামনেই গাছশীতলা মোড়ে ডিউটিরত ছিলেন চন্দ্রকোনা থানার কয়েকজন ট্রাফিক পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ার। রাজ্যসড়কের উপর পথচারী ওই মহিলা মাথা ঘুরিয়ে পড়ে যাওয়ার খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসে ডিউটিরত ট্রাফিক পুলিশ কর্মী সহ কয়েকজন সিভিক ভলেন্টিয়ার। স্থানীয়দের সহযোগিতায় প্রায় অচৈতন্য ওই মহিলাকে রাস্তা থেকে তুলে পাশেই ছাওয়াতে নিয়ে গিয়ে তার চোখে মুখে জল দেওয়া, এমনকি হাত পাখা জোগাড় করে ওই অসুস্থ মহিলাকে পাখা করতেও দেখা যায় ট্রাফিক পুলিশ কর্মীদের। ঘটনার খবর দেওয়া হয় চন্দ্রকোনা থানায়, তড়িঘড়ি থানার মোবাইল ভ্যান, এক মহিলা পুলিশ কর্মীকে নিয়ে পৌঁছে অসুস্থ ওই মহিলা পথচারীকে উদ্ধার করে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে পাঠায়। যদিও ওই মহিলার নাম পরিচয় জানাযায়নি। তবে এই প্রচন্ড দাবদাহে রাস্তায় হাঁটার সময় হঠাৎ অসুস্থ হয়ে এই পরিস্থিতি বলেই মনে করছে ট্রাফিক পুলিশকর্মীরা। এই গরমে পুলিশ কর্মীদের এহেন ভূমিকার প্রশংসায় চন্দ্রকোনাবাসী।