নিজস্ব সংবাদদাতাঃ প্রচন্ড গরমে নিস্তার নেই পাতাল রেলের যাত্রাতেও। তাপপ্রবাহের রেশ এখানেও পড়েছে। বহু স্টেশনে মেট্রো ধরার হুড়োহুড়িতে কাহিল হয়ে পড়ছেন একাধিক যাত্রী৷ আবার অনেকেই আছেন বিশেষ করে শিশু ও বয়স্ক ব্যক্তি যারা আছেন তাদের পাতালে মেট্রো ধরতে আসার সময় রোদে পুড়ে কাহিল হতে হচ্ছে। এই অবস্থায় মেট্রো স্টেশনে গ্লুকোজ দেওয়ার ব্যবস্থা করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। শহরের উত্তর-দক্ষিণ মেট্রোর প্রায় প্রতি স্টেশনেই মিলছে গ্লুকোজ। টিকিট এরিয়ার কাছাকাছি এই ব্যবস্থা করা হয়েছে।