২০২৩ এর মে মাসের আগে ভোট সম্ভব নয় স্পষ্ট বার্তা কমিশনের

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
২০২৩ এর মে মাসের আগে ভোট সম্ভব নয় স্পষ্ট বার্তা কমিশনের

নিজস্ব সংবাদদাতাঃ পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে সদ্য বিদায় নিয়েছেন ইমরান খান । অনাস্থা প্রাস্তাব ডেকে তাকে প্রধানমন্ত্রীর পদ থেকে উৎখাত করা হয় । তবে পাকিস্তানের জনসাধারণের ওপর আস্থা রেখেছেন ইমরান খান। তাই তিনি পাকিস্তানের জেনারেল ইলেকশন সময়ের পূর্বেই আয়োজন করার অনুরোধ জানান। তবে এবার ২০২৩ এর মে মাসের আগে কিছুতেই পাকিস্তানে জেনারেল ইলেকশন আয়োজন করা সম্ভব নয় বলেই স্পষ্ট জানিয়ে দিয়েছে পাকিস্তান ইলেকশন কমিশন।