নিজস্ব প্রতিনিধি - বুধবার পাকিস্তানে কর্মরত চীনের নাগরিকদের নিরাপত্তা বাড়াতে বলেছে চীন।এবং করাচি বিশ্ববিদ্যালয়ে আত্মঘাতী হামলার পিছনে অপরাধীদের ব্যপারে সঠিক তদন্ত এবং শাস্তির দাবিও করেছে।এই হামলায় তিন চীনা শিক্ষকের মৃত্যু হয়েছে, এবং আরোও এক জন আহত হয়েছে।চীনাদের রক্ত বৃথা যাবে না, এবং যারা এই ঘটনার পিছনে রয়েছে তাদের অবশ্যই মূল্য দিতে হবে, চীনের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র পাকিস্তানে কর্মরত চীনা নাগরিকদের উপর সর্বশেষ হামলার তীব্র নিন্দা করে একথা বলেছেন।