নিজস্ব সংবাদদাতা : মাতোশ্রীর ঘটনায় গ্রেফতার হওয়া সাংসদ নবনীত রানা লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখে নালিশ করেছিলেন, থানায় তার সঙ্গে দুর্ব্যবহার করছেন পুলিশ কর্মীরা। জাত তুলে অপমান করা হচ্ছে তাকে। খাবার জল চেয়েও পাচ্ছেন না। বাথরুম ব্যবহারও করতে দেওয়া হচ্ছে না। এর পাল্টা হিসেবে মুম্বইয়ের সিপি সঞ্জয় পান্ডে একটি ভিডিও টুইট করেছেন যেখানে সাংসদকে চেয়ারে বসে আরামকরে চা খেতে দেখা যাচ্ছে। তারপর থেকেই চড়ছে পারদ। এই ঘটনায় সাংসদ নবনীত কৌর এবং বিধায়ক রবি রানার আইনজীবী রিজওয়ান মার্চেন্ট বলেছেন, ''হেফাজতে থাকাকালীন আমার ক্লায়েন্ট নবনীত কৌরের বিরুদ্ধে দুর্ব্যবহার করার অভিযোগটি সান্তা ক্রুজ পিএস-এর লক-আপে তাকে আটক করার সাথে সম্পর্কিত, খার পিএস নয়। অফিসাররা তাকে খার পিএস-এ চা দিয়েছিলেন। রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে সমর্থন করা প্রতিটি ভিত্তিহীন এবং অর্থহীন অভিযোগের প্রতিক্রিয়ার প্রয়োজন হয় না। তাদের প্রমাণ সহ সামনে আসতে দিন এবং আমরা এটি মোকাবিলা করব।''