নিজস্ব সংবাদদাতাঃ প্রচলিত পদ্ধতিতে তলপেটে আট-দশ ইঞ্চি কাটতে হয়। সেখানে রোবোটিক সার্জারিতে দু’-এক ইঞ্চি কাটলেই চলে। এবং পেটের ভিতরে রক্তনালিগুলিকে যুক্ত করতে কয়েকটি ছিদ্র করতে হয় মাত্র। পুরো পেট কেটে কিডনি প্রতিস্থাপনে ছুটি পেতে সাত-দশ দিন লাগে। রোবোটিক সার্জারিতে লাগে তিন থেকে পাঁচ দিন। মঙ্গলবার এক বৈঠকে অ্যাপোলো মাল্টিস্পেশ্যালিটি হাসপাতালের চিকিৎসকেরা জানালেন, গত ছ’মাসে রোবোটিক সার্জারির মাধ্যমে তাঁরা চার জনের শরীরে কিডনি প্রতিস্থাপন করেছেন ইউরোলজিস্ট ও রোবোটিক শল্য চিকিৎসক ।