নিজস্ব সংবাদদাতা : উৎসবের আমেজ নিমেষে পরিণত হল বিষাদে। তামিলনাড়ুতে শোভাযাত্রার মাঝে দুর্ঘটনা। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ১০জন। গুরুতর জখম হয়েছেন ১৫ জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। থাঞ্জাভুর জেলায় একটি মন্দিরের গাড়ি (রথ উৎসবের) একটি বৈদ্যুতিন তারের সংস্পর্শে আসার পরই ঘটে বিপত্তি। গাড়িটির ৩০ ফুট উচ্চতার আলোর সজ্জা অপ্রত্যাশিতভাবে হাই ভোল্টেজ লাইনের সংস্পর্শে চলে আসে। তিরুচিরাপল্লীর সেন্ট্রাল জোন পুলিশের মহাপরিদর্শক ভি বালাকৃষ্ণান জানিয়েছেন, একটি এফআইআর দায়ের করা হয়েছে। ইতিমধ্যই সরকারের তরফে নিহতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তার ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে প্রধানমন্ত্রীর তহবিল থেকে নিহতদের পরিবার পিছু ২ লাখ টাকা সহায়তার ঘোষণা করা হয়েছে। আহতরা পাবেন ৫০,০০০ টাকা। শেষ পাওয়া খবর অনুযায়ী, মৃতের সংখ্যা বেড়ে ১১ জন হয়েছে।