দগ্ধ দিনে কাহিল পুলিশের ঘোড়া

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
দগ্ধ দিনে কাহিল পুলিশের ঘোড়া

নিজস্ব সংবাদদাতাঃ তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা তাদেরও। তাই সুস্থ রাখতে কারও কারও প্রশিক্ষণের সময় কমানো হয়েছে। খাওয়ানো হচ্ছে গ্লুকোজ়-জল, ওআরএস। বদলেছে খাবারের মেনু, এমনকি, ডিউটির সময়ও। গরমে অসুস্থদের জন্য তৈরি হয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত ঘর। তাপপ্রবাহ থেকে রক্ষা করতে এমনই সব ব্যবস্থা করা হয়েছে কলকাতা পুলিশের ঘোড়সওয়ার বাহিনীর ঘোড়া থেকে শুরু করে পুলিশ ট্রেনিং স্কুলের কুকুরদের জন্য।পুলিশ সূত্রের খবর, গরমে ঘোড়াদের সুস্থ রাখতে জলের সঙ্গে গ্লুকোজ় বা ওআরএস মিশিয়ে খাওয়ানো হচ্ছে। দুপুরে স্নান করানো হচ্ছে প্রতিটি ঘোড়াকে।