নিজস্ব সংবাদদাতা, কাঁথিঃ কাঁথি পুরভোটে ছাপ্পা ভোট হয়েছে কিনা খতিয়ে দেখার জন্য সিসিটিভি ক্যামেরার ফুটেজ ফরেনসিক পরীক্ষা করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ। সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি ১০ দিনের মধ্যে সমস্ত সিসিটিভি ফুটেজ দেওয়ার জন্য রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ। বিজেপি নেতা সৌমেন্দু অধিকারীর দায়ের করা মামলার প্রেক্ষিতে মঙ্গলবার প্রধান বিচারপতির বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। বড় মাত্রার বুথ দখল, র্যাগিং হয়েছে কিনা দেখবে সিএফএসএল। সেক্ষেত্রে প্রয়োজনে সিএফএসএল অন্য কোনো নিরপেক্ষ সংস্থার সাহায্য নিতে পারে। প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে ৬ সপ্তাহের মধ্যে সিসিটিভি ফুটেজ পরীক্ষার কাজ শেষ করতে হবে সিএফএসএল-কে। এরপর তারা রাজ্য নির্বাচন কমিশনকে মুখ বন্ধ খামে রিপোর্ট জমা দেবে। রাজ্য নির্বাচন কমিশনকে সেই রিপোর্টে আদালতের কাছে পেশ করতে হবে। প্রসঙ্গত, পুরসভার ভোটের দিন কাঁথিতে ছাপ্পা ভোট, বুথ দখল ও অশান্তির অভিযোগ তুলে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু। গত ১১ ই মে ওই মামলার শুনানি হবে। সিসি ক্যামেরার ফরেনসিক পরীক্ষার প্রয়োজন বলে মত প্রকাশ করেছেন প্রধান বিচারপতি শ্রীবাস্তব।