"বৃদ্ধাদের সঙ্গে ফটোসেশন", বিপ্লবকে কটাক্ষ সুবল ভৌমিকের

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
"বৃদ্ধাদের সঙ্গে ফটোসেশন", বিপ্লবকে কটাক্ষ সুবল ভৌমিকের

নিজস্ব প্রতিনিধি -গতকালই বৃদ্ধাশ্রমে যান ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং সেখানে বৃদ্ধ মহিলাদের সঙ্গে ছবি তোলা নিয়ে তাকে কটাক্ষ করলেন ত্রিপুরার তৃণমূল কংগ্রেস (TMC)কমিটির নেতা সুবল ভৌমিক।তিনি বলেন,"রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেখতে পেলাম উনি কিভাবে রাজ্যের বৃদ্ধাশ্রম এবং অনাথ আশ্রম সফর করছেন,আজকে বিভিন্ন মিডিয়াতে তা প্রকাশ হয়েছে।এই ছবিতে এই বৃদ্ধাদের দেখুন, ঘরের মায়েরা বৃদ্ধারা এবং ওনাদের মধ্যে ফারাকটা কোথায়?কতগুলো মানুষ তারা কোনো পরিষেবা পাচ্ছে না। কোথাও কোথাও দুদিনে একবার খেতে হয়। অনাথ আশ্রম গুলো বৃদ্ধাশ্রম গুলোর, করুণ পরিণতি ত্রিপুরা রাজ্যে, এখনে মায়েদের চেহারা গুলো দেখুন কঙ্কালসার চেহারা, উনি তাদের সঙ্গে ফটোসেশন করছেন।উনি একবারও জিজ্ঞাসা করছেন না তারা কিভাবে রয়েছেন।সময় মত খাবার পাচ্ছেন কিনা! ডাক্তার, ওষুধ পাচ্ছেন কিনা। তাদেরকে নিয়ে তিনি রাজনীতির মাইলেজ নেওয়ার জন্য ফটো সেশান করছেন।"