নিজস্ব সংবাদদাতা: মধ্যপ্রদেশের খান্ডোয়ায় অনুষ্ঠান করতে গিয়ে বিতর্কে অভিনেত্রী আমিশা পটেল। তাঁর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুললেন স্থানীয়রা। সুনীল জৈন নামের এক সমাজসেবী সোজা ছুটলেন থানায়। কিন্তু কী এমন করলেন 'কহো না প্যার হ্যায়'-এর নায়িকা?সেদিন খান্ডোয়ায় সেই অনুষ্ঠানের পরই টুইট করেছিলেন আমিশা। জানিয়েছিলেন, সেখানে তিনি একেবারেই নিরাপদ বোধ করছেন না। তবে স্থানীয় পুলিশের হস্তক্ষেপে তিনি ফিরতে পেরেছেন বলে জানান।লিখেছিলেন, '২৩ এপ্রিল খান্ডোয়ায় নবচণ্ডী মহোৎসবে এসেছিলাম। এত খারাপ ব্যবস্থাপনা যে ভয় লাগছে!' সেই পোস্ট দেখে রীতিমত উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন অনুরাগীরা। তবে জলঘোলা হয় তার পরেই।