নিজস্ব সংবাদদাতা : সমস্ত রাজ্য বিশ্ববিদ্যালয় ১ জুন থেকে অফলাইন পরীক্ষা পরিচালনা করবে বলে জানিয়ে দিলেন মহারাষ্ট্রের কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রী উদয় সামন্ত। গ্রীষ্মকালীন পরীক্ষা মে মাসের বদলে ১ জুন থেকে শুরু হবে। মহারাষ্ট্র সরকার রাজ্যের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে পরামর্শ করার পর অফলাইন পরীক্ষার বিষয়ে এই ঘোষণা করেছে। বৈঠকে, ভিসিরা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে যে অফলাইন পরীক্ষাই সর্বোত্তম বিকল্প। মহারাষ্ট্র বিশ্ববিদ্যালয়গুলি এই পরীক্ষা ১৫ জুলাইয়ের মধ্যে শেষ করবে বলে আশা করা হচ্ছে৷