ইমরান খানের স্বপ্নের ইউনির্সিটিতে ৩৭ জন শিক্ষার্থী

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
ইমরান খানের স্বপ্নের ইউনির্সিটিতে ৩৭ জন শিক্ষার্থী

নিজস্ব প্রতিনিধি -প্রাক্তন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের স্বপ্নের প্রতিষ্ঠান, আল কাদির ইউনিভার্সিটি, ২০১৯ সালে তার শাসনামলে একজন রিয়েল এস্টেট মোগলের দান করা জমিতে নির্মিত। এবং এটি তখন থেকেই চালু করা হয়েছিল, তবে এখনো পর্যন্ত সেখানে মাত্র ৩৭জন ছাত্র রয়েছে।তবে কলেজটি লক্ষ লক্ষ টাকা অনুদান পাচ্ছে।একটি ট্রাস্ট দ্বারা পরিচালিত, এই ইউনিভার্সিটির মূল ট্রাস্টিরা ছিলেন প্রাক্তন নেতার স্ত্রী বুশরা বিবি, জুলফিকার আব্বাস বুখারি এবং জহির উদ্দীন বাবর আওয়ান।পরে বুখারি ও বাবর আওয়ানকে ট্রাস্ট থেকে সরিয়ে আরিফ নাজির বাট ও ফারহাত শেহজাদির স্থলাভিষিক্ত হয়।