নিজস্ব সংবাদদাতাঃ সম্প্রতি কাশ্মীর উপত্যকার সুঞ্জওয়ানে লাগাতার দুদিন ধরে সেনা জঙ্গির মধ্যে এনকাউন্টার হয়। এই এনকাউন্টারে আহত হন দুজন। কী হয়েছিল সেদিন, সে বিষয়ে হাসপাতালে শুয়েই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন গোটা ঘটনা। হেড কন্সটেবল বলরাজ সিং বলেন, ''জঙ্গিদের গুলিতে আহত হওয়ার পরেও, আমরা তাদের কর্ডন লঙ্ঘন করতে দিইনি। আমরা আহত হওয়ার বিষয়ে উদ্বিগ্ন নই তবে আমরা খুশি যে আমরা জঙ্গিদের পালাতে দিইনি, এবং পরে তারা নিহত হয়েছিল।" অন্যদিকে জম্মু-কাশ্মীর পুলিশের এসপিও সাহিল শর্মা জানান, 'আমরা আহত হওয়ার পরেও জঙ্গিদের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছিলাম এবং তাদের যে কর্ডনটি স্থাপন করা হয়েছিল তা থেকে পালাতে বাধা দিয়েছিলাম। সুস্থ হয়ে শীঘ্রই আমার দায়িত্ব ফিরে যোগ দিতে আগ্রহী।'