তাপপ্রবাহে বাচ্ছাদের জন্য কী করনীয়? জেনে নিন

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
তাপপ্রবাহে বাচ্ছাদের জন্য কী করনীয়? জেনে নিন

​নিজস্ব সংবাদদাতাঃ পুড়ছে গোটা দক্ষিণবঙ্গ। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রামের মতো জেলাগুলিতে ইতিমধ্যেই পারদ ৪৩ ছুঁয়েছে। কলকাতাতেও কিছু জায়গায় ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলেছে পারদ। গরমে হাঁসফাঁস অবস্থা হয়েছে রাজ্যবাসীর। এই পরিস্থিতিতে ছোটদের কষ্ট অনেক বেশি। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই সময় মাঝে মাঝে বাচ্চাকে নুন চিনির জল দিতে হবে। কিংবা ওআরএস-এর জল খাওয়াতে হবে, যাতে শরীরে সোডিয়াম, পটাশিয়ামের ভারসাম্য বজায় থাকে। পাশাপাশি জলের ভাগ বেশি যেমন তরমুজ, শসা, পেঁপের মতো ফলগুলো বেশি করে বাচ্চাদের খাওয়ানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে এখন যেহেতু স্কুলে যেতে হচ্ছে, এই সময় চোখে সানগ্লাস আর মাথায় টুপি যেন অবশ্যই ব্যবহার করে বাচ্চারা। সঙ্গে সুতির হালকা রঙের এবং ঢিলে জামাকাপড় পরতে হবে। এমনটাই জানাচ্ছে চিকিৎসকরা।