নিজস্ব সংবাদদাতা : স্বতন্ত্র লোকসভা সাংসদ নবনীত রানার অভিযোগের প্রেক্ষিতে মহারাষ্ট্র সরকারের কাছে রিপোর্মট চাইল স্বরাষ্ট্রমন্ত্রক। লোকসভার বিশেষাধিকার ও নীতিশাস্ত্র কমিটি স্বরাষ্ট্রমন্ত্রককে রিপোর্ট চাইতে বলে প্রথম।
প্রসঙ্গত, গতকাল লোকসঙার স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখেছিলেন নবনীত রানা। চিঠিতে তিনি অভিযোগ করেন, খর পুলিশ স্টেশনে তার সঙ্গে অমানবিক ব্যবহার করা হয়েছে। গ্রেফতার হওয়ার পর যখন তাকে থানায় নিয়ে যাওয়া হয়, রাতে খাবার জল চইলে কোনো পুলিশ কর্মী এগিয়ে আসেনি বলে দাবি করেন তিনি। শুধু তাই নয়, বাথরুম ব্যবহার করতে চাইলে তাকে নীচু জাত বলে কটাক্ষ ও গালিগালাজ করা হয় বলে আঙুল তুলেছেন পুলিশ কর্মীদের দিকে।