নিজস্ব প্রতিনিধি -জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস মঙ্গলবার রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি বৈঠকের জন্য মস্কোয় যাবেন।তিনি ইউক্রেনের উপর দুই মাসের আক্রমণ থামাতে এবং পুতিনকে সেই বিষয়ে রাজি করবার চেষ্টায় সেখানে যাবেন বলে শোনা গেছে।
গুতেরেসের মুখপাত্র বলেছেন যে জাতিসংঘের প্রধান রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করতে বৃহস্পতিবার ইউক্রেনের রাজধানী কিয়েভও যাবেন, কারণ গুতেরেস মনে করেন অগ্রগতির জন্য একটি "নির্দিষ্ট সুযোগ" রয়েছে।