নিজস্ব প্রতিনিধি -তালিবান শাসনে মেয়েদের স্কুল বন্ধ করার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, আফগানিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি হামিদ কারজাই।তিনি বলেন, যে আফগানিস্তানের জনগণ তাদের মেয়েদের স্কুলে পাঠাতে চায়।"কোন উপায় নেই... আমাদের মেয়েদের স্কুলে না গেলে দেশ বাঁচতে পারে। এটা হতে পারে না। আফগান জনগণ এটাকে অনুমতি দেবে না এবং আমি নিশ্চিত যে মেয়েদের স্কুল আবার খুলবে কারণ আফগান জনগণ সেটাই চায়। এবং তা স্পষ্টভাবে চায়" তালিবান ৭ থেকে ১২ গ্রেডের মেয়েদের স্কুল বন্ধ করার সিদ্ধান্তের কারণে অন্যান্য দেশ থেকেও সমালোচিত হয়েছে। আফগান মেয়েদের স্কুলে যেতে নিষেধ করেছে তার প্রায় ১২০ দিন কেটে গেছে।