নিজস্ব সংবাদদাতাঃ তীব্র গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ। ১১টি জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি। এই অবস্থায় সমস্ত স্কুলই সকালে খোলার নির্দেশ দিল রাজ্য সরকার।জেলাশাসক, স্কুল পরিদর্শকদের কাছে চিঠি পাঠিয়েছে স্কুল শিক্ষা দফতর। তাপপ্রবাহের মতো পরিস্থিতিতে প্রয়োজনে স্থানীয় চিকিত্সকদের সঙ্গে স্কুল কর্তৃপক্ষকে যোগাযোগ রেখে চলার পরামর্শ দিয়েছে রাজ্য সরকার। নির্দেশিকায় জানানো হয়েছে, গরমের মোকাবিলা করার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর এবং বিপর্যয় মোকাবিলা দফতরের গাইডলাইন বা নির্দেশিকা মেনে চলতে হবে।