নিজস্ব সংবাদদাতাঃ ফের বঙ্গ বিজেপির অস্বস্তি বাড়ালেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। মঙ্গলবার বিজেপি যুব মোর্চার বিকাশ ভবন অভিযান রয়েছে। শিক্ষক ও পুলিশে নিয়োগ সহ একাধিক সরকারি চাকরিতে দুর্নীতির অভিযোগ তুলে এদিন পথে নামছে বঙ্গ গেরুয়া শিবির। যদিও এই মিছিলে থাকবেন না দিলীপ ঘোষ বলে খবর। তবে এদিনের এই মিছিলে হাজির থাকছেন তেজস্বী সূর্য, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, ইন্দ্রনীল খাঁ সহ প্রমুখ।