হাই মাস্ট বাতিস্তম্ভের উদ্বোধন

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
হাই মাস্ট বাতিস্তম্ভের উদ্বোধন



সংবাদদাতা, অন্ডাল : সোমবার সন্ধ্যায় উখড়া শংকরপুর মোড়ে উদ্বোধন হলো হাই মাস্ট বাতিস্তম্ভের । উদ্বোধন করলেন এডিডিএ- এর চেয়ারম্যান তথা রানীগঞ্জের তৃণমূল বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বর এর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, জেলা পরিষদের কর্মদক্ষ কালোবরণ মন্ডল,অন্ডাল পঞ্চায়েত সমিতির সহসভাপতি কৌশিক মন্ডল, উখড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান রিতা ঘোষ, উপপ্রধান রাজু মুখোপাধ্যায়, পঞ্চায়েত সদস্য শরন সাইগল সহ অন্যরা । গত বছর ডিসেম্বর মাসে বাতি স্তম্ভের শিলান্যাস হয় । পঞ্চায়েত সদস্য শরন সাইগল জানান ভোটের কারণে প্রকল্পটির কাজ সামরিক বন্ধ ছিল । ভোট শেষ হতেই সেই কাজ দ্রুত সম্পন্ন করা হয় । প্রকল্পটির জন্য খরচ হয়েছে 8 লক্ষ 67 হাজার 360 টাকা । এডিডিএ- এর আর্থিক অনুদানে বাতিস্তম্ভ প্রকল্পটি হয়েছে বলে জানান তিনি ।