নিজস্ব সংবাদদাতাঃ শুরুটা যেমন হয়েছিল, তা দেখে অনেকেই হয়ত ভাবছিলেন যে এই ম্যাচে পাঞ্জাব কিংস হয়ত দেড়শো রানও তুলতে পারবে না। কিন্তু একটু অন্যরকম ভেবেছিলেন শিখর ধাওয়ান। নিজের আইপিএল কেরিয়ারের দুশোতম ম্যাচ খেলতে নেমেছিলেন। আর সেই ম্যাচকে ব্যাট হাতে স্মরণীয় করে রাখলেন ধাওয়ান। নজিরও গড়লেন, দলকে বিশাল স্কোর বোর্ডে তুলতে সাহায্যও করলেন। শিখর ধাওয়ানকে যোগ্য সঙ্গ দিলেন ভানুকা রাজাপক্ষেও। শেষ দিকে এসে ঝড় তুললেন লিয়াম লিভিংস্টোন। তিন জনের সম্মিলিত প্রয়াসে প্রথমে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ১৮৭ রান তুলে নিল পাঞ্জাব কিংস।চেন্নাই সুপার কিংসকে ম্যাচ জিততে হলে ১২০ বলে ১৮৮ রান করতে হবে।