নেহার ফিটনেস গুরু কে জানেন?

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
নেহার ফিটনেস গুরু কে জানেন?

নিজস্ব সংবাদদাতাঃ শরীরের বাড়তি মেদ ঝরাতে মরিয়া অভিনেত্রী। তবে সুস্বাস্থ্য পেতে নেহার অনুপ্রেরণা কে জানেন?সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে প্রবল মনোযোগ সহকারে যোগব্যায়ামে মত্ত তিনি। আর তাঁকে সঙ্গ দিচ্ছেন ছোট্ট গুরিক। মায়ের সঙ্গে যোগে মেতে উঠেছে একরত্তি! ছবিতে দেখা যাচ্ছে, মাকে অবিকল নকল করছে ছ’ মাসের গুরিক। সেই ছবি দেখে নেহার ভক্তরা বেশ আপ্লুত। কেবল ভক্তরাই নয়, ক্যাটরিনা কইফ থেকে করিশ্মা কপূর নেহার ছেলের এই কেরামতি দেখে মুগ্ধ সকলেই।