যাত্রীদের সুবিধার্থে বিভিন্ন উদ্যোগের ঘোষণা পুরসভার

author-image
Harmeet
New Update
যাত্রীদের সুবিধার্থে বিভিন্ন উদ্যোগের ঘোষণা পুরসভার

হরি ঘোষ, রানীগঞ্জ: মঙ্গলবার আসানসোল পৌরসভার প্রশাসক বোর্ডের সদস্য পূর্ণশশী রায় রানীগঞ্জের পাঞ্জাবি মোড় অঞ্চলের পর্যবেক্ষণ করেন । এদিন  তাঁর সঙ্গে  পাঞ্জাবি মোড় ফাঁড়ির আইসি সৌমেন বন্দ্যোপাধ্যায়, জ্যোতি সিং চন্দন কুমার সিংহ এবং আরও অনেক তৃণমূল কর্মীরা উপস্থিত ছিলেন ।  

আসানসোল পৌরসভার প্রশাসনিক বোর্ডের সদস্য, পূর্ণশশী রায় বলেন যে তিনি আজ এলাকাটির পর্যবেক্ষণ করতে এসেছেন । তিনি বলেন, পাঞ্জাবি মোড় এলাকায় পৌর সভা কর্তৃক একটি ক্যাফেটেরিয়া স্থাপন করা হবে যাতে এই অঞ্চলে আসা যাত্রীরা সুবিধা পায়। এরই পাশাপাশি একটি পাবলিক টয়লেটও খোলা হবে যা বর্তমানে বন্ধ রয়েছে।