নিরাপত্তার দাবিতে পথে ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল পড়ুয়ারা

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
নিরাপত্তার দাবিতে পথে ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল পড়ুয়ারা

হরি ঘোষ,মলানদীঘিঃ  রবিবার রাত্রিতে ডাম্পারের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু কাঁকসার মলানদীঘি সংলগ্ন বেসরকারি কলেজের ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার।সোমবার নিরাপত্তার দাবিতে অবরোধে ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল পড়ুয়ারা। ৭২ঘন্টার মধ্যে স্পীড ব্রেকার, স্ট্রিট লাইট, এবং ট্রাফিক ব্যাবস্থা বাড়াতে হবে না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেন।কাঁকসার মলানদীঘি সংলগ্ন এলাকায় রয়েছে দুটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল কলেজ ও হাসপাতাল। নিরাপত্তার অভাবে বাড়ছে শ্রীলতাহানি, চুরি এবং দুর্ঘটনা। রবিবার সন্ধ্যায় প্রচন্ড গতি সম্পর্ণ ডাম্পারের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হয় বছর ২৫র শিবু কুমার নামের ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার। অজয় ঘাট থেকে মুচিপাড়া রাস্তায় বাড়ছে অভারলোড ট্রাকের দাপক যার জেরে বাড়ছে দুর্ঘটনা অভিযোগ পড়ুয়াদের।এরই প্রতিবাদে সোমবার সকালে ওই বেসরকারি কলেজের সামনে থেকে মিছিল করে মলানদীঘি পুলিশ ফাঁড়ির সামনে শুরু করে অবরোধ। ২০মিনিট ধরে ট্রাক, ডাম্পার আঁটকে বিক্ষোভ চলে।পুলিশের আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেয় পড়ুয়ারা।