NET পরীক্ষা লাস্ট মিনিট টিপস

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
NET পরীক্ষা লাস্ট মিনিট টিপস

নিজস্ব সংবাদদাতাঃ নেট পরীক্ষা ছাত্রছাত্রীদের জন্য এক গুরুত্বপূর্ণ পরীক্ষা। তাই জেনে নিন লাস্ট মিনিট টিপস । যেমন

১) বিগত বছরের প্রশ্নপত্র, নমুনা পত্র এবং মক পেপার থেকে বারবার প্রশ্ন অনুশীলন করুন।
 ২) বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে ভালো ভাবে পড়তে হবে।
৩) কম পড়া বিষয়গুলিকে ভালো করে 'রিভিশন' দিতে হবে।
৪) সময়ে শেষ করার জন্য বাড়িতে লিখে লিখে পড়া অভ্যাস করতে হবে।
৫) প্যাটার্ন অনুযায়ী যতটা সম্ভব অনুশীলন করুন।
 ৬) পড়াশোনার পাশাপাশি শরীরকেও বিশ্রাম দিতে হবে। দিনে ৮ ঘণ্টা ঘুমোতে হবে।
৭) পড়াশোনার জন্য সময়কে আলাদাভাবে নির্বাচন করতে হবে এবং প্রতিটি বিষয়কে আলাদাভাবে সময় দিতে হবে।
) প্রশ্নপত্র ভালো ভাবে পড়ে নিয়ে উত্তর দিতে হবে।