দাসপুর, নিজস্ব প্রতিনিধিঃ দাসপুরে দিন দিন বেড়েই চলেছে চুরির ঘটনা। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরে আবারও চুরির ঘটনা সামনে আসলো। একবার ফের দাসপুরে চুরির ঘটনা সামনে আসতেই আতঙ্ক তৈরি হয়েছে এলাকাবাসীদের মধ্যে। দাসপুর থানার শ্যামসুন্দরপুর গ্রামের দাস পরিবারের আলমারি ভেঙে খোয়া গিয়েছে সোনার গয়না। বাড়ি লণ্ডভণ্ড করে পালিয়েছে চোরেরা। পরিবাররের কর্তা রতন দাস কর্মসূত্রে বাইরে থাকেন। প্রায় ১ সপ্তাহ ধরে গৃহবধূ সুচিত্রা দেবী তার ছেলেকে নিয়ে দাসপুরের সোনাখালিতে বাপের বাড়িতে ছিলেন। সোমবার সকালে সুচিত্রা দেবী ফোনে জানতে পারেন তার বাড়িতে চুরি হয়েছে। তড়িঘড়ি সুচিত্রা দেবী বাড়ি পৌঁছে দেখেন বাড়ির দরজা ভাঙা। ঘরে ঢুকে দেখেন ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে আসবাবপত্র। এমনকি যেটুকু সোনা রাখা ছিল তাও নিয়ে চলে গিয়েছে চোরেরা। সুচিত্রা দেবীর প্রাথমিক অনুমান বাড়ি ফাঁকা পেয়ে রবিবার রাতে তান্ডব চালিয়েছে চোরেরা। ইতিমধ্যেই এই ঘটনায় দাসপুর থানায় অভিযোগ করা হয়েছে। ঘটনার অভিযোগ পেয়ে দাসপুর থানার পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।