নিজস্ব প্রতিনিধি -আজ নিজের সোশ্যাল মিডিয়া একাউন্ট থেকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এক তথ্য প্রকাশ করেছেন, আর তাঁর মতে, ত্রিপুরা রাজ্যে বর্তমান সরকারের আমলে নেশা মুক্ত ত্রিপুরা গড়ার অভিযানে ২০১৭ সালের তুলনায় ২০২২ সালে নেশা মুক্ত ত্রিপুরা গড়ার অভিযানে অনেক সাফল্য এসেছে। তিনি যে তথ্য প্রকাশ করেছেন তাতে লেখা রয়েছে ২০১৭ সালে ৮৩ টি মাদক সংক্রান্ত মামলা নথিভুক্ত হয়েছিল, যা ২০২২ সালে তা বৃদ্ধি পেয়ে হয়েছে ৮৪ টি। ২০১৭ সালে গ্রেফতার হয়েছিল ৬৫ জন। এবং ২০২২ সালে গ্রেফতারের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৯৯ জন। ২০১৭ সালে ৮, ৫৮৯ কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছিল এবং ২০২২ সালে ১০ হাজার ১৭৬ কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে।তিনি লেখেন,"নেশামুক্ত ত্রিপুরা গড়ার পথে ত্রিপুরা সরকারের সাফল্য।২০১৭ এর তুলনায় ২০২২ এ অনেকটা এগিয়ে নেশামুক্ত ত্রিপুরা গড়ার অভিযান।"